লেখক: মোঃ ইমন মোল্যা
আমার যেদিন জন্ম হলো
সেদিন কেঁদেছিলাম আমি,
মায়ের ছোয়া পেয়ে আমি
হেসেছিলাম তখনই।
বাবা বলে সোনা মনি
মা আমায় বলে হীরে,
বড় আমি হচ্ছি গোঁ
মায়ের স্বপ্ন ঘীরে।
আমার মা তোমার মা
যখন করে আদর,
হৃদয় যায় ভরে তখন
ভরে যায় পাজর।
তবুও মায়ের দুঃখ কষ্ট,
সব ছেলেরা বোঝে নাকো !!
শত অবহেলার পরেও মা যে
ত্রুটি রাখে না কখনো
মায়ের আদর ভালোবাসায়।
মা তুমি আমার মা
তোমার মতো কেউ ভালোবাসে না ।