বাউফলে প্রতিনিধিঃ রুবেল হোসাইন
পটুয়াখালীর বাউফলে অপারেশন ডেবিল হান্ট অভিযানের প্রথম দিনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
গ্রেফতার কৃতরা হলেন আসামী
১। মো: রিয়াজ হাওলাদার (৩৮),
পিতা-আবুল হোসেন হাওলাদার
গ্রাম- পৌরসভা ৫নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা- পটুয়াখালী, সাবেক ছাত্রলীগ সভাপতি বাউফল, বর্তামানে সাধারণ সম্পাদক, ৫নং ওয়ার্ড, বাউফল পৌর আওয়ামীলীগের
পেশা-ব্যবসা
২। মো: আ: ছালাম (৫২), পিতা- মৃত আ: মতলেব মৃধা, গ্রাম- নিজ তাতের কাঠী, ৩নং ওয়ার্ড, ইউপি- নাজিরপুর, থানা- বাউফল, জেলা-পটুয়াখালী, আওয়ামীলিগের কর্মী/সমর্থক,
৩। মো: জহিরুল ইসলাম (৩৫), পিতা- মৃত সেকান্দার আলী, নুরাইনপুর, ৯নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, সাবেক ছাত্রলীগ সভাপতি, সূর্য্যমনি ইউনিয়ন, বর্তামান সাধারণ সম্পাদক যুবলীগ সূর্য্যমনি ইউনিয়ণ, বাউফল, ৪।
মো: সোহাগ মৃধা (৩০), পিতা- মো: সফিজ উদ্দিন মৃধা,
গ্রাম-কালিশুরি, ৫নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী, সাবেক সভাপতি ছাত্রলীগ, কালিশুরি ইউনিয়ন, বাউফল, পটুয়াখালী, ৫। মো: বজলু শিকদার (৫০), পিতা- মৃত নবাব হোসেন শিকদার, গ্রাম - কালিশুরি, ৪নং ওয়ার্ড, থানা-বাউফল, জেলা-পটুয়াখালা, সভাপতি স্বেচ্ছাসেবকলীগ, কালিশুরি ইউনিয়ন, থানা-বাউফল, জেলা-পটুয়াখালী
বাউফল থানা পুলিশ সূত্র জানায় গ্রেফতারকৃতদের ১৩ জানুয়ারী ২০২৫খ্রিঃ বাউফল থানার মামলা নম্বর ০৯ এর আসামী হিসাবে গ্রেফতার দেখিয়ে পটুয়াখালী জেল হাজতে প্রেরন করা হয়েছে।
জানা গেছে,সম্প্রতি গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার উপর আওয়ামীলীগের নেতাকর্মীদের হামলা পাল্টা হামলা ও হতাহতের ঘটনাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্তবর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রনালয় ০৮ ফেব্রুয়ারি সারা দেশে অপারেশন ডেবিল হান্ট ঘোষনা করেন। অভিযান পরিচালনার জন্য যৌথ বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। অভিযান পরিচালনার স্বার্থে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে।
অপারেশন ডেবিল হান্ট অভিযানের অংশ হিসেবেই বাউফলে গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এসব নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে।
আটককৃত এসকল নেতা কর্মীদের বাউফল উপজেলা ছাত্রদলের যুগ্মসাধারন সম্পাদক মুনঈমুল ইসলাম মিরাজ’র দায়েরকৃত গত ১৩ জানুয়ারী ২০২৫খ্রিঃ বাউফল থানার মামলা নম্বর ০৯ এর আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন বলেন, বাউফলে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে। গ্রেফতারকৃত আসামীদের পটুয়াখালী জেল হাজতে প্রেরন করা হয়েছে।