রাঙামাটি প্রতিনিধি
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ আয়োজিত তিন দিনব্যাপী ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে ফুটবল ও ব্যাডমিন্টন টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় সন্তু লারমা আরও বলেন, ‘পার্বত্য অঞ্চলের বিশেষ বাস্তবতার আলোকে আমাদের খেলাধুলার জগৎ একটা সীমাবদ্ধতার মধ্যে রাখতে হয়েছে। আমাদের দেশে ক্রীড়াক্ষেত্রকে এগিয়ে নেওয়ার জন্য অনেক ব্যবস্থাপনা আছে; কিন্তু পার্বত্য অঞ্চলের ক্ষেত্রে তার ব্যতিক্রম আমরা দেখতে পাই। ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য জেলা ময় ক্রীড়াঙ্গন; যেটা জেলা পরিষদের পরিচালনায়-নিয়ন্ত্রণে থাকার কথা ছিল। কিন্তু আজ অবধি সরকার এই বিষয়টা জেলা পরিষদের ওপর হস্তান্তর করেনি। এখানে এখনো পর্যন্ত সেই আগেকার পদ্ধতিতে তিন পার্বত্য জেলা তথা পার্বত্য চট্টগ্রামের ক্রীড়াক্ষেত্রে সরকারিভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন; আজকে সেটা হওয়ার কথা ছিল না। আমরা আশা করব, আগামী দিনে যেটা যার দায়িত্ব, সেটা বাস্তবায়নে সরকার এগিয়ে থাকবে।’