লেখক : হাকীম মোঃ সোহেল মিয়া লেখক : হাকীম মোঃ সোহেল মিয়া
চাকুরী চাই চাকুরী চাকুরী কোথাও নাই
মধ্য রাতে চাঁদকে আমি একা দেখতে পাই ,
চাঁদ ছাড়া যে আমার কোন মামা নাই
জুতার তলা ক্ষয়ে গেছে ছিঁড়ে গেছে জামা
একটা চাকুরী হবে কি মামা ও চাঁদ মামা ,
চাকুরিতে জানো তুমি এই দেশে লাগে কি ?
সরিষার তেল লাগে আর লাগে খাঁটি ঘি ।
দেশটা গেছে ভরে শিক্ষত বেকারে
চাকুরিটা দিবে বল কে কারে ?
চাকুরিটা পেতে হলে কোটা আর দুলা চাই
মুঠ করা হাত গুলো খুলো ভাই
গিফটের বক্সটা দাও যদি বাসাতে
চাকুরিটা পেত পারো থাক তুমি আশাতে ।
কোটা ও দেশের স্বার্থে ঘুরছে চাকা যার অবিরাম
সে আমাদের ছাত্র সমাজ সারজিস হাসানাত নাহিদ ইসলাম
হাজারো ছাত্র শহিদ হলো শহিদ হলো আবু সাইদ মির মুগ্ধ
হয়ে গেলো দেশে আরেক বার তরুণ প্রজন্মের যুদ্ধে
ছাত্র-জনতার রক্ত সমূদ্রে ভেসে গেলো
ক্ষমতা লোভী অত্যাচারী স্বৈরাশাসক ভোট বিহীন সরকার
দেশের স্বার্থে ছাত্র-জনতা নাহিদ সারজিস হাসানাত
তোমাদের বার বার দরকার
অন্ধকারে ছিলো যারা বেকার ও কোটা যন্ত্রণাতে
৩৬ শে জুলাই আসলো তারা আলোর ঠিকানাতে ।