মােঃ সাহের আলী রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির মোস্তাফিজুর রহমান মোস্তাকের নাম ঘোষণা করা হয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৮কুড়িগ্রাম-৪ আসনে সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম জেলা জামায়াতের মজলিসে শূরা বৈঠকে কুড়িগ্রাম-৪ আসনে মনোনীত প্রার্থী হিসেবে। জামায়াত মনোনীত এমপি প্রার্থী মোস্তাক বলেন, একটি সমৃদ্ধ রৌমারী-রাজিবপুর ও চিলমারী গড়ার প্রত্যয়ে কাজ করে যাবো, প্রত্যেক পরিবারে অন্তত একজন দক্ষ মানুষ তৈরি করব যেন সে তার পরিবার, সমাজ ও দেশের জন্য অবদান রাখতে পারে। ছাত্রদের সঠিক ভাবে প্রশিক্ষণ এবং একাডেমিক সাপোর্ট দিয়ে দেশ ও বিদেশের ভাল বিশ্ববিদ্যালয় পড়তে এবং দেশে-বিদেশে চাকুরির সুযোগ তৈরী করব। দেশি এবং বিদেশি উন্নয়ন সহযোগী এবং দাতব্য সংস্থা গুলোর সাথে সমন্বয় করে দরিদ্রমুক্ত কুড়িগ্রাম-৪ আসন গড়া যা পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াবে। মোস্তাফিজুর রহমান মোস্তাক রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের দিখলাপাড়া গ্রামের মৃত আলহাজ্ব মনছুর আহমেদের ছেলে।