লেখক: মোঃ আজিজুর রহমান রাজু।
না পাওয়ার বেদনা,
কে দেবে সান্ত্বনা?
নতুন বছরের নতুন ক্লাস,
করছে খোকা হাঁস ফাঁস।
নতুন ক্লাসে উঠছে খোকা,
তবুও কেন মন খারাপ!
হচ্ছে না তো লেখা পড়া,
বাড়ছে যেন মনের চাপ।
আজ সকালে বলছে খোকা,
নতুন বই কেন দেয়না?
স্বাধীন দেশের কি অবস্থা,
খোকা বুঝতেই চায়না !
নতুন দেশের নতুন রাজা,
কার কাছে কি কই?
আর ক'টা দিন অপেক্ষা কর,
পেয়ে যাবে সব বই।
কোমলমতি শিক্ষার্থীদের বই নিয়ে,
চলছে যত তাল বাহানা!
তাকিয়ে আছে দুঃখিনী মা,
বই না পাওয়ার সেই যন্ত্রণা।
ইতিমধ্যেই দুই মাস যাচ্ছে পেরিয়ে,
কোমলমতি শিক্ষার্থীরা যাচ্ছে হারিয়ে