জাওয়ান উদ্দিন কক্সবাজার জেলা প্রতিনিধি
নিরাপদ অভিবাসন বিষয়ক এক ওরিয়েন্টেশন ১১ ফেব্রুয়ারি ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এর আয়োজন করেছে উন্নয়ন সংস্থা প্রত্যাশী এর সিমস (দ্বিতীয় পর্যায়) প্রকল্প। কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা স্বরূপা পাল। এতে অভিবাসন, দেশের অর্থনীতিতে অভিবাসীদের অবদান, অভিবাসন সংক্রান্ত আইনী ও নীতিমালা, শ্রম অভিবাসন, অনিরাপদ অভিবাসনের ঝুঁকি ও নিরাপদ অভিবাসনে সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া নিরাপদ অভিবাসনের ধাপ ও অভিবাসন সংশ্লিষ্ট স্থানীয় ভাবে বিরোধ মীমাংসা নিয়েও আলোচনা হয়।
ওরিয়েন্টেশনে ইউনিয়ন পর্যায়ের স্থানীয় সরকার প্রতিনিধি, জিএমসি, মাইগ্রেশন ফোরাম, সুশীল সমাজ ও গণমাধ্যমের ২২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সমাপনী বক্তব্য দেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-৩ কামাল হোছাইন। এতে আয়োজক সংস্থার উপজেলা সমন্বয়ক মোঃ আলী আজগর, ইউনিয়ন সোশ্যাল মোবিলাইজার আঁখি পাল ও সজল দাশ উপস্থিত ছিলেন।