মোঃ আবুল কালাম আজাদ গাজীপুর প্রতিনিধিঃ
আজ সকাল ৭ টা বেজে আউচপাড়া মুক্তার বাড়ি মোড়ে ধরা পড়ে!!
ওরে অনেক আগে থেকেই আমি চিনি ওর নিজেদের বাড়িও আছে এখানে নেশা টাকা জোগাড় করার জন্য এরা এসব করে বেড়ায়
সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা একত্রিত হয়ে পরামর্শ করে ছিনতাই দমনে নামুন।
আলহামদুলিল্লাহ আমরাও ৫৪ নং ওয়ার্ড থেকে খুব শীঘ্রই ছিনতাই দমনে নামবো বলে ঘোষণা করছি। গাজীপুরের মানুষ অনেক বিপদে আছেন। পত্যক্ষ দর্শিরা বলেন, আমরা রাতে কিংবা দিনে একা চলতে পারিনা। চোর আমাদেরকে অনেক জালাতন করতেছে। আমরা প্রশাসনের দৃষ্টি কামনা করছি। এলাকা বাসীর দাবী তারা যেনো সুন্দর ভাবে জীবন যাপন করতে পারে।