মোঃ রাছেল আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিণ সিহিপাশা গ্রামে অভিযান চালিয়ে ৯০ পিস ইয়াবা সহ দুই ব্যক্তিকে আটক করে বরিশাল জেলা ডিবি পুলিশ। আগৈলঝাড়া থানার এজাহার সূত্রে জানা যায় শনিবার রাত দুইটার সময় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সিহিপাশা গ্রামের মহিউদ্দিন মোল্লার পুত্র পলাশ মোল্লা, শহীদ পাইকের পুত্র রনি পাইককে ইয়াবা বিক্রির সময় আটক করে বরিশাল জেলা ডিবি পুলিশের এস আই কাজী ওবায়দুল কবির। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিদের আগৈলঝাড়া থানা পুলিশ বরিশাল আদালতে প্রেরণ করেছেন।