মোঃ ইলিয়াছ খান ফরিদপুর, সালথা প্রতিনিধি।
খন্দকার সাইফুর রহমান শাহিন। চেয়ারম্যান বল্লবদি ইউনিয়ন পরিষদ কে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ফরিদপুরের সালথায় বিএনপি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় সাইফুর রহমান শাহিন (৫২) নামে এক শ্রমিক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে সালথা উপজেলার বল্লভদী গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বিকালে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতার খন্দকার সাইফুর রহমান শাহিন উপজেলার বল্লভদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রমিক লীগের নেতা। তার নামে হত্যা সহ একাধিক মামলা রয়েছে।
এর মধ্যে বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুরের ঘটনার মামলায় শাহীন চেয়ারম্যানের বিরুদ্ধে সম্প্রতি গ্রেফতারি পরোনা জারি করে আদালত।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান বলেন, বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে একটি মামলার পরেনভুক্ত আসামি ছিলেন। খন্দকার সাইফুর রহমান শাহীন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।