নিজস্ব প্রতিবেদক
নীলফামারীর ডোমার উপজেলায় কুখ্যাত মাদক ব্যবসায়ী সহিদা বেগম রুপাকে আবারও গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। সকালে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তার বাড়িতে অভিযান চালায়।
অভিযানে ১০ বোতল ফেনসিডিল, ৭৫ গ্রাম হেরোইন, ৫৮টি ইয়াবা ট্যাবলেট এবং নগদ দুই লাখ ৩২ হাজার টাকা উদ্ধার করা হয়। ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, রুপার বিরুদ্ধে মাদক আইনে প্রায় ১৫টি মামলা রয়েছে। আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালে ইয়াবা ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে তার স্বামী মিজানুর রহমান খুন হন। এরপর থেকেই রুপা আবারও সক্রিয়ভাবে মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।