নিজস্ব প্রতিবেদক
বিশ্বের বহুল প্রচারিত এবং বাইকার জগতের সবথেকে ফেমাস মোটরবাইক বলতে গেলে সকল জেনারেশন এর ক্রাশ যাকে বলা হয় রয়েল এনফিল্ড মোটরবাইক এখন দিনাজপুরের সুইহাড়ি কলেজ মোড়ে তাদের শোরুম চালু করতে যাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে এটি আগামী দু-একদিনের ভিতরেই উদ্বোধন হইবে। শিশু কিশোর থেকে শুরু করে তারুণ্য বৃদ্ধ বয় সকলের সব থেকে পছন্দের বাইক হইলো রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০cc। এর দারুন লুক ও এর খুব সুন্দর পারফরমেন্সের কারণে এর চাহিদাটা এতই বেশি।