মো: মাকিদ হায়দার উপজেলা প্রতিনিধি,
দিনাজপুর: আজ দুপুর ১২টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী সড়কে আমতলী বাজার অতিক্রম করার সময় একটি ধান বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে উল্টে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটিতে চালকসহ তিনজন ব্যক্তি ছিলেন। তবে সৌভাগ্যক্রমে তারা কেউই আহত হননি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং চালক ও সহযাত্রীদের নিরাপদে বের করে আনেন।
দুর্ঘটনার কারণ সম্পর্কে জানা যায়, ট্রাকটি তার নিজ গতিতে যাচ্ছিলো তার অপর পাশ থেকে একটি গাড়ি এসে তাকে চাপ দেয় ফলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে জমিতে পড়ে যায়।
এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও রাস্তার পাশে জমির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ট্রাক ও ট্রাকে থাকা বোঝাই ধানের বস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।