সোহেল টাঙ্গাইল উপজেলা প্রতিনিধি
টাঙ্গাইলে আলোচিত আ”ওয়ামী লী”গ নেতা বীর মুক্তি যোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।
এছাড়া সাবেক এমপি আমানুর রহমান খান রানা, তার ভাই সাবেক পৌর মেয়র সহিদুর রহমান খান মুক্ত, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সানিয়াত খান বাপ্পা ও ব্যবসায়ীক নেতা জাহিদুর রহমান খান কাকন’সহ ১০ জনকে খালাস দেওয়া হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) টাঙ্গাইলের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মাহমুদুল হাসান এ রায় দেন।
দন্ডপ্রাপ্তরা হচ্ছেন, মোহাম্মদ আলী ও কবির হোসেন। তারা দুজনেই জামিনে থেকে পলাতক রয়েছেন।
২০১৩ সালের ১৮ জানুয়ারি জেলা আ”ওয়ামী লী”গের সদস্য বীর মুক্তিযো”দ্ধা ফারুক আহমদের গু”লিবি”দ্ধ লা”শ তাঁর কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করা হয়। ঘটনার তিন দিন পর তাঁর স্ত্রী নাহার আহমদ বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের আ”সামি করে হত্যা মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী টাঙ্গাইলের অতিরিক্ত সরকারি কৌঁশুলি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুর রহমান স্বপন বলেন, দুই জনকে যাবজ্জীবন কারাদ/ণ্ড দিয়েছেন আ/দালত। সাবেক এমপি আমানুর রহমান খান রানাসহ ১০ জনকে বেকসুর খালাস দিয়েছেন আ/দালত।
আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, আমরা আদালতের এই রায়ে সন্তুষ্ট। সত্যের জয় হয়েছে।
বি”বাদী পক্ষের পরিবারের সদস্যরা বলেন, সত্যের জয় সব সময় হয়, আমরা দীর্ঘ ১৪ বছর এই মামলার হয়রানিতে ভুক্তভোগী। আইনের প্রতি আমরা শ্রদ্ধা রেখেছিলাম তার জয় হয়েছে।