আজ ৫ ফেব্রুয়ারি বুধবার জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে রাঙামাটিতে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তারা বলেন, রাঙামাটিতে ১৩টি ভাষাভাষির মানুষ বসবাস করে। এখানে একটি ভাষা ইনস্টিটিউট গড়ে তোলা হলে এখানকার বিভিন্ন ভাষাভাষির মানুষ স্ব স্ব ভাষা চর্চা করতে পারবে এবং সংরক্ষণে থাকবে। বক্তারা রাঙামাটিতে একটি ভাষা ইনস্টিটিউট গড়ে তোলার দাবি জানিয়েছেন।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। জেলা পরিষদ সদস্য ও সরকারি গণগ্রন্থাগারের আহবায়ক মিনহাজ মুরশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য এড. লুৎফুন নেসা, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মো. শাহজাহান, লেখক ও গবেষক ইয়াছিন রানা সোহেল, রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি কো-অর্ডিনেটর নজরুল ইসলাম, বেসরকারি গ্রন্থাগার সমিতি রাঙামাটি জেলা সভাপতি সাগর ত্রিপুরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাঈদা ইসলাম সাদিয়া। স্বাগত বক্তব্য রাখেন সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরীয়ান সুনীলময় চাকমা।
আলোচনা সভায় বক্তারা আরো বলেন, আগামী প্রজন্মকে সন্ত্রাস, ইভটিজিং ও মাদকাসক্ত থেকে রক্ষা করতে তাদেরকে পাঠাগারমুখি করে গড়ে তুলতে হবে।বক্তারা অভিভাবকদের তাদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য পাঠাগারমুখি করার অনুরোধ জানান