সুপণ বিশ্বাস (বিশেষ প্রতিনিধি)
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমকে গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে রাউজান উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে রাউজান প্রেস ক্লাবের বর্ষপঞ্জিকা তুলে দেন রাউজান প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, আজীবন সদস্য ও সাবেক সভাপতি তৈয়ব চৌধুরী, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, সহ সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক মো. ইরফাত হোসেন চৌধুরী সহ আরো অনেকেই। বর্ষ পঞ্জিকা গ্রহণকালে জেলা প্রশাসক বলেন- সাংবাদিকরা জাতীর বন্ধু,সকলের বন্ধু । দেশের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের ভূমিকা অনস্বীকার্য। প্রত্যেকটি প্রশাসন বিভাগ ও সাংবাদিক বন্ধুরা সমন্বিত ভাবে কাজ করলে দেশ বহুদূর এগিয়ে যাবে বলে আমি আন্তরিক ভাবে বিশ্বাস করি।