শরিফুল ইসলাম সাতক্ষীরা সদর প্রতিনিধি :
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি’২৫) সকালে সাতক্ষীরা সদর উপজেলাধীন ৬ নং ভোমরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড হাড়দ্দাহ উত্তর পাড়া মসজিদে ক্বু-বা’র ভিত্তি প্রস্তর উদ্বোধনের মাধ্যমে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়।
মসজিদে ক্বু-বা’র ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন মাওলানা হাবিবুর রহমান।
মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোমরা ইউনিয়ন আমীর মোঃ আনোয়ার কবির, ইউনিয়ন আইন বিষয়ক সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম, মিডিয়া বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হোসেন রনি, ৩ নং ওয়ার্ড সভাপতি মোঃ অসিউর রহমান, জামায়াত কর্মী মোঃ আরশাদ আলী, পদ্ম শাঁখরা দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হারুন-উর রশিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাফেজ আয়ুব হোসেন, মোঃ শাহ-আলম, ও মোঃ রোকন-উজ-জামান।
এ সময় প্রধান অতিথি মাওলানা হাবিবুর রহমান বলেন, এই মসজিদ কেন্দ্র করে ধর্মপ্রাণ মানুষের দ্বীনি শিক্ষার কেন্দ্র বিন্দু যেন হয় এই মসজিদ। এই মসজিদকে কেন্দ্র করে এলাকার মানুষের ইসলামে প্রতি শিক্ষা-দীক্ষার আকাঙ্খা যেন তৈরি হয় সেই প্রত্যাশা ব্যক্ত করে ক্যায়ামনো বাক্যে মহান রবের কাছে দোয়া করেন ।
সর্বশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হারুন-উর রশিদ।