1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন

রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়: সংকটের মাঝেও আলোর প্রত্যাশা

আমিরুল ইসলাম জীবন  উপজেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

আমিরুল ইসলাম জীবন  উপজেলা প্রতিনিধি 

রঘুনাথপুর, এক সময়ের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় এখন প্রশাসনিক দুর্বলতা এবং রাজনৈতিক প্রভাবের কারণে ক্রমেই তার গৌরব হারাচ্ছে। শিক্ষার মানোন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নে ব্যর্থতার কারণে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

বিদ্যালয়ের বর্তমান অবস্থা নিয়ে এলাকার সচেতন নাগরিক, সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের মতে, পূর্ববর্তী কমিটিগুলো ব্যক্তিস্বার্থে পরিচালিত হওয়ায় শিক্ষার মান উন্নয়ন ও বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পন্ন হয়নি। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানটি কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে।

একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার আলো ছড়ানোর কথা, সেখানে কমিটি এবং শিক্ষকদের গ্রুপিংয়ের কারণে প্রতিষ্ঠানটি পরিচালনায় দেখা দিয়েছে অস্থিরতা। শিক্ষকদের রাজনৈতিক বিভাজন শিক্ষার পরিবেশকে ব্যাহত করছে, যা শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য হুমকিস্বরূপ।

শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রতিহিংসা ও দলীয় প্রভাব থেকে মুক্ত রাখার আহ্বান জানিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। তাঁরা মনে করেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি পরিচালিত হলে শিক্ষার মানোন্নয়ন সহজ হবে। দেশের তরুণরা যখন জাতীয় পর্যায়ে নেতৃত্ব দিচ্ছে, তখন একটি বিদ্যালয় পরিচালনা করা কঠিন হওয়ার কথা নয়।

বর্তমান সরকারের নতুন সার্কুলারের আলোকে এলাকাবাসী ও সাবেক শিক্ষার্থীরা দাবি তুলেছেন, বিদ্যালয়ের দায়িত্ব সাবেক শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হোক। এতে অসম্পূর্ণ উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সম্পন্ন হবে এবং বিদ্যালয়টি তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে পারবে।

বিদ্যালয়ের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে অতীতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। সাবেক কমিটির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের মাধ্যমে এলাকার সাধারণ মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। যদিও তারা নিয়োগ দিতে ব্যর্থ হয়েছে, তবে সামনের কমিটিতেও দলীয় রাজনীতির ছায়া থাকায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

সচেতন নাগরিকরা মনে করেন, বিদ্যালয় পরিচালনায় তরুণদের সুযোগ দেওয়া হলে পরিবর্তন আসতে পারে। রাজনৈতিক জটিলতার কারণে অনেক সাবেক শিক্ষার্থী এলাকায় ফিরতে চান না, যা দুঃখজনক। তারা চান, বিদ্যালয়টিকে রাজনীতি মুক্ত করে শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দেওয়া হোক।

রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়কে পুনরায় গৌরবময় প্রতিষ্ঠানে পরিণত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একমাত্র স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনাই পারে বিদ্যালয়টিকে আবার শিক্ষার আলো ছড়ানোর কেন্দ্রে পরিণত করতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট