সাকিব আহসান প্রতিনিধি,পীরগঞ্জ, ঠাকুরগাঁও
পীরগঞ্জ উপজেলার পীরগঞ্জ-বোচাগঞ্জ সড়কের বাঁশগাড়া বাজার পেরিয়ে বনবিভাগের সংরক্ষিত প্রায় ৬৫ একর জমির উপর বিস্তৃত এই 'সাগুনি' শালবন । সাগুনী শালবনের পূর্ব পাশ দিয়ে ঘেষে গেছে টাংগন নদী। শালবনের উত্তর পার্শ্বে পাকা সড়ক নদীর উপর ব্রিজের সাথে সংযুক্ত হয়ে সেতাবগঞ্জের নাফানগর ইউনিয়নের সাথে যুক্ত হয়েছে।
এই সাগুনী ব্রিজে রাবার ড্যাম স্থাপন করা হয়েছে। শালবনের দক্ষিণ দিকে পূর্ব-পশ্চিম বরাবর একটি রেলব্রিজ রয়েছে। এই লাইন দিয়ে আন্তনগর ও লোকাল ট্রেন চলাচল করে।
কিন্তু আক্ষেপের বিষয় হল, রাস্তার দু'ধারে থাকা শালগাছগুলো সময়ের সাথে সাথে বিজ্ঞাপনের খুঁটিতে পরিণত হয়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি বিজ্ঞপ্তি, রাজনীতিকদের শুভেচ্ছা জ্ঞাপন,বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার ও ডাক্তারদের পরিচিতি এবং প্রচার সংক্রান্ত বিজ্ঞাপনগুলো শালগাছগুলোতে পেরেক মেরে সাঁটিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে পীরগঞ্জ সরকারি কলেজের কৃষিবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক, কৃষিবিজ্ঞানী আবু বক্কর সিদ্দিক সকালের শিরোনাম প্রতিনিধিকে জানান, "গাছের কান্ডে পেরেকের আঘাতের ফলে কান্ডের ওই জায়গায় পেরেকের মরিচা কান্ডকে ক্ষতিগ্রস্থ করায়
খুব সহজেই ছত্রাকের আক্রমণ কান্ডে ছড়িয়ে পড়ে।ক্ষতিকারক ব্যাকটেরিয়া কান্ডের অভ্যন্তরে ছড়িয়ে উদ্ভিদকোষের অপূরণীয় ক্ষতি সাধন করলে আহত শালগাছগুলো অচিরেই মরে যায়। বিষয়টির গুরুত্ব বিবেচনা করে বন কর্তৃপক্ষকে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত"।
নাম প্রকাশে অনিচ্ছুক, বন বিভাগের এক কর্মকর্তা সকালের শিরোনামকে জানান
" আমরা কয়েক দফা বিজ্ঞাপনের ব্যানার, পোস্টার অপসারণ করেছি। সংরক্ষিত বনের অস্তিত্বের উপর কোনো প্রকার আঘাত আমরা আসতে দিব না,আগামীতেও আমাদের এ প্রচেষ্টা চলমান থাকবে"।