1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভুয়া সাংবাদিক নুজরুল ইসলাম (জুলুর) বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী ।    স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা

সালথা থানায় দুই ইউনিয়ন বাসীর মধ্যে সংঘর্ষের প্রস্তুতি ঠেকিয়ে দিলেন পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী। 

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি 
  • প্রকাশিত: সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি 

খেলাধুলার সময় ছবি ছবি তোলা নিয়ে স্কুল শিক্ষার্থীদের মধ্যে মারামারিকে কেন্দ্র করে, ফরিদপুরের সালথা উপজেলার দুই ইউনিয়নের মানুষ ঘোষণা দিয়ে সংঘর্ষের প্রস্তুতি নিয়েছিলেন, আজ রবিবার সকালে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজারে ও যদুনন্দী ইউনিয়নের খারদিয়া এলাকায় অন্তত ১০ হাজার মানুষ দেশীয় অস্ত্রসহ নিয়ে জোড়হান। তবে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ চেষ্টা চালিয়ে বিবাদমান বল্লভদী ও যদুনন্দী ইউনিয়ন বাসির বড় ধরনের সহিংসতার হাত থেকে রক্ষা পান। পরে দুই ইউনিয়নের বাসিন্দারা রাতে ঘরে ফিরে যান। স্থানীয় এলাকাবাসী জানান, শনিবার ১ফেব্রুয়ারি বিকালে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা নিয়ে যদুনন্দী ইউনিয়নের খারদিয়া ও বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। তবে মারামারি বিষয়টি ও ভাই ইউনিয়নের বাসিন্দারা মেনে নিতে পারেনি। যার কারণে পান্নার পর থেকে ই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এক পর্যায়ে রাতেই উভয় ইউনিয়নের লোকজন জড়ো হতে থাকে। এ সময়টা দেশি অস্ত্রসস্ত্র আশপাশে মজুদ করে রাখেন। খবর পেয়েই ঘটনাস্থলে প্রথমে সালথা থানার পুলিশ ও পরে সেনাবাহিনীর স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ এখন পরিবেশ শান্ত আছেন এলাকায়। বল্লভদী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খন্দকার সাইফুর রহমান শাহিন বলেন, খেলাধুলার সময় ছবি তোলা নিয়ে ফুলবাড়িয়া গ্রামের শিক্ষার্থীদের মারধর করেন খারদিয়া গ্রামের মানুষ মনে করে যে যদুনন্দী ইউনিয়নের কাউকে মানুষ বলে মনে করেন না।তাই বাধ্য হয়ে আমার ইউনিয়নের লোকজন ঝড় হয়েছিল প্রতিবাদ করতে। তবে সালথা উপজেলার ইউএনও, ওসি,ও সেনাবাহিনী ও উপজেলার বিএনপির নেতাদের চেষ্টায় সংঘর্ষে জড়াতে পারেনি কেউ। যদুনন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিক মোল্লা বলেন। ঘটনাটি মীমাংসার কথা হয়েছে তবে কিবা কোন কারণে কেমন সংঘর্ষের প্রস্তুতি হয়েছে নেয়া হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি এড়িয়ে যান। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আতাউর রহমান বলেন শনিবার বিকালে ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধুলা সময় ছবি তোলা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে বলে তিনি জানান।এ সময় খারদিয়া গ্রামের শিক্ষার্থীরা জড়ো হয়ে ফুলবাড়িয়া গ্রামের শিক্ষার্থীদের মারধর করেন, তিনি আরো বলেন আমরা গতকাল রাতভর দুই ইউনিয়নের বাসিন্দা নেতাদের সাথে কথা বলে শান্ত করার চেষ্টা করেছি। তারপরও রবিবার সকালে উভয় ইউনিয়নের ১০ হাজার মানুষ সংঘর্ষের প্রস্তুতি নিয়েছিলেন। পরে পুলিশের সেনাবাহিনী মিলে পরিস্থিতি শান্ত করেন। এখন উপায় ইউনিয়নের পরিবেশ শান্ত রয়েছে। সালথা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান বালি বলেন আমি খবর পেয়ে চেয়ারম্যানদেরকে ফোন দিয়েছি বলেছি এলাকার কোনভাবেই আর যেন পরোটা ঝামেলায় না জড়ায় সে বিষয় দুই ইউনিয়নের চেয়ারম্যান নেই আমাকে বলেছে আর কোন সংঘর্ষে কেউ জড়াবেন না। এমনকি কোনভাবেই আর যেন কেউ সংঘর্ষে জড়াতে না পারে এ বিষয়ে তারাও চেষ্টা চালিয়ে যাবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট