মেহেদী হাসান খোকা বরিশাল ব্যুরো প্রধান
বরিশাল নগরীর লাকুটিয়া ও নতুন বাজার মরকখোলার পোল চাঁদা বাজ ও গাঁজা ফেন্সিডিল ইয়াবার বড় একটা সিন্ডিকেট ও বিক্রেতা ইব্রাহিম তার দুই সহদর জসিম ইমরান সহ দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার করে আসছে। এই মাদক ব্যবসা ও বিক্রি টাকায় তারা এতই ফুলে ফেঁপে উঠেছে। তারা এলাকার মানুষকে থোরায় কেয়ার করে। তাদের মাদক ব্যবসায় কেউ বাঁধা দীলে হুমকি ধামকি ও মার ধর করে বলে জানিয়েছে ভুক্তভোগী ওই এলাকার লোকজন। তাদের তিন ভাইয়ের আতঙ্কে এলাকার এবং নতুন বাজারের এরিয়ার লোকজন কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এদের হাত থেকে প্রতিকার পাওয়ার জন্য অনেকে আইনের দ্বারস্থ হলেও প্রতিকার মিলছে না। কাউনিয়া থানা মাঝেমধ্যে অভিযান চালালে ও সিন্ডিকেটের তুলনায় তা অসামন্য এমত অবস্থায় মাদক ও চাঁদাবাজি বন্ধে কাউনিয়া থানার কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা না দেখে জন মনে প্রশ্ন উঠেছে। ওখানকার এক স্থানীয় বাসিন্দা দৈনিক প্রভাতী বাংলাদেশ কে জানান এখানে তিনটি স্পটে এরা তিন ভাই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে। মাদক বিক্রি করে এত টাকা কামাইছে যে তারা, সম্ভবত থানা পুলিশকে ম্যানেজ করে মাদক ব্যবসার সিন্ডিকেট চালায়। নইলে কি করে এত দাপটের সহিত তিন ভাই মাদক ব্যবসা করে আসছে। তারা এই তিন ভাই ইব্রাহিম জসিম ও ইমরান তিন সহদর কে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানিয়েছে এলাকাবাসী এ বিষয়ে কাউনিয়া থানার ওসির কাছে জানতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।