বিরামপুর প্রতিনিধি
দিনাজপুর জেলার বিরামপুরের ঘোড়াঘাট রেলগেইট নামের রেল ক্রসিং এ রাত একটার দিকের একতা ট্রেনের ধাক্কা একটি ট্রাক সিটকে পরে খাদে...এতে ট্রাকের ড্রাইভার ও হেলপার দুজনে নিহত হয় স্থানীয় সূত্রে জানা যায়,, গেটম্যানের অসতর্কতা ও ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে। ড্রাইভার ও হেলপার এর ঠিকানা হলো তেতুলিয়া। হেলপার তাৎক্ষণিক মারা যান এবং ড্রাইভারকে হসপিটালে নিয়ে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।।
তাং:০৩-০২-২০২৫