মোঃ আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৯ জুয়ারীসহ মোট দশজনকে পৃথক তারিখে গ্রেফতার করেছে স্থানীয় থানা পুলিশ।
পুলিশের সূত্রে জানা যায়,৩১ জানুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখে শ্রীমঙ্গল থানার এসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শ্রীমঙ্গল পৌরসভার অন্তর্গত ভানুগাছ রোডস্থ লন্ডন রেস্ট হাউজের ২য় তলার ২০৪ নম্বর কক্ষে অভিযান চালিয়ে কক্ষের ভিতর বিছানায় আসর বস জুয়া খেলারত অবস্থায় নয় জনকে আটক করে অপরদিকে ১ (এক) ফেব্রুয়ারি উপজেলার রুস্তমপুর এলাকা থেকে ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জুয়া খেলার অপরাধে আটকৃতরা হলো-জোহিরুল ইসলাম (৩২), পিতা-জাহাঙ্গীর আলম, সাং-বড়কান্দি, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর; বর্তমানে রনি মার্কেট, কাঁচা বাজার, থানা-কামারাঙ্গীরচড়, জেলা-ঢাকা, মাহিন সরকার (৩০), পিতা-নাসির সরকার, সাং-চড় মাইজারী, থানা-গোসাইরহাট, জেলা-শরীয়তপুর,মোঃ সেলিম (৩২), পিতা-আবুল হোসেন, সাং-হাসাননগর, ৫৬নং ওয়ার্ড, থানা-কামরাঙ্গীচড়, জেলা-ঢাকা, আবির আল আজাদ (৩০), পিতা-লেদু মিয়া, সাং-সুইনগইড়, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজার,মোঃ আজিজুল হাকিম (৩২), পিতা-আক্কাছ সরদার, সাং-সরকারকান্দি, থানা-সখীপুর, জেলা-শরীয়তপুর; বর্তমানে রনি মার্কেট, কাঠ পট্টি, থানা-কামারাঙ্গীরচড়, জেলা-ঢাকা, সুজন মাল (৩১), পিতা-আমজাদ মাল, সাং-মালকান্দি, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর, রিপন মিয়া (৩০), পিতা-উস্তার মিয়া, সাং-উত্তর সুলতানসি, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ, মোঃ মিজান (৩২), পিতা-সুবেদার সরদার, সাং-৪নং গলি পূর্ব রসুলপুর, থানা-কামরাঙ্গীরচড়, জেলা-ঢাকা, মাজ্জু মিয়া (৫০), পিতা-মৃত ইরা মিয়া, সাং-গ্রাম শ্রীমঙ্গল, ১২নং গিয়াসনগর ইউপি, থানা-মৌলভীবাজার সদর, জেলা-মৌলভীবাজারদেরকে গ্রেফতার করেন। তখন জুয়া খেলার আসর ০৭ (সাত) প্যাকেট AMERICA ব্রান্ডের তাস, যাহার প্রতি প্যাকেটে ৫২টি করিয়া সর্বমোট ৩৬৪ (তিনশত চৌষট্টি) টি তাস এবং নগদ সর্বমোট=৬৯,৫০০/-(ঊনসত্তর হাজার পাঁচশত) টাকা উদ্ধার করে জব্দ করা হয় ।
পুলিশ স্বীকার করেছে যে তারা পেশাদার জুয়ারি। এদিকে ১ ফেব্রুয়ারিতে এএসআই মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গলের রুস্তমপুরে অভিযান চালিয়ে জিআর ২৬৮/২৩ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী প্রদীপ সরকার (৪৯), পিতা-মৃত অন্নদা সরকার, সাং-রোস্তমপুর, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান যে, গ্রেফতারকৃতদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭