বগুড়া জেলা প্রতিনিধিত্ব :
বগুড়া শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের হাট গাড়ী গ্রামের আবুল হোসেন এর গোকর্ন মৌজায় দীর্ঘদিন যাবত সুষ্ঠু ভাবে কৃষকের কৃষি জমি সেচ দিয়ে আসতেছে এমতাবস্থায় বিগত ০৭/১১/২০২৪ইং তারিখে একটি ১০কেভি ট্রান্সফরমার কে বা কাহারা চুরি করে এবং পূনরায় ৩১/০১/২০২৫ তারিখে পূর্বের শত্রুতার জের ধরে আবারও ১০কেভি এ ট্রান্সফরমার চুরি করে এবং ভুক্তভোগী আবুল হোসেন আরোও জানায় যে তার সেচ ঘরের চাবি কেটে ঘরের ভিতর বিভিন্ন ক্যাবল কেটেছে এবং সাবমার্সিবল পাম্প উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন যন্ত্র পাতি নিয়ে এসেছে এবং পাইপ উঠানোর একটা যন্ত্র রেখে গেছেন চোর চক্ররা এ ব্যাপারে আবুল হোসেন শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭