আমিরুল ইসলাম জিবন
ফিরে এলো ফেব্রুয়ারি, রক্ত রাঙা পথ,
গর্জে ওঠে স্মৃতিসাগর, হৃদয় হলো রথ।
একুশ আমার অহংকার, ভাষার জয়গান,
শহীদের ত্যাগে গড়া এ দেশ, বাংলা ভাষার প্রাণ।
সেই সকালে গুলি ছুটল, ছিন্ন হলো বুক,
জব্বার, রফিক, সালাম, বরকত—সবাই নিথর মুখ।
সেদিন ছিলো শপথ শুধু, অধিকার চাই ফিরে,
বাংলা আমার মায়ের ভাষা, বাংলা মুখে ধরি।
রক্ত ঝরল রাজপথেতে, জন্ম নিলো গান,
“আমার ভাইয়ের রক্তে রাঙানো”—মিলল মায়ের টান।
সেই ভাষারই আলো আজকে, ছড়িয়ে গেল বিশ্ব,
বাঙালির গর্ব, বাংলা ভাষা, পৃথিবী জানল কিসে!
তবু আজও ষড়যন্ত্রে ফের, আঁধার নামে ছায়া,
বাংলার গানে বাংলার মনে, জাগুক নতুন মায়া।
এই ফেব্রুয়ারিতে শপথ নেবো, রাখবো ভাষার মান,
বাংলার জন্য জীবন দেবো, রক্ত হবে দান।
সেদিন ছিলো ব্যারিকেড, কাঁটাতারে পথ,
স্বাধীন ভাষার দাবিতেই, ঝরল কত রক্ত!
মায়ের মুখের বাংলা ভাষা, হারাতে দেবো না,
রক্ত দিয়ে লিখেছি আমরা, ইতিহাসের জানা।
চোখের জলে একুশ আঁকা, কষ্ট ভাসে মনে,
শহীদের সে কান্না এখন, বাজে আমার বনে।
তারা গেছে স্বর্গলোকে, রেখে গেছে সুর,
বাংলার ভাষায় বেঁচে আছি, তারা অমর পুর।
ফাগুন এলেই কাঁদে মাটি, ফুল ফোটে শ্রদ্ধায়,
কালো ব্যাজে শপথ গাঁথি, বুকে আগুন জ্বলায়।
বাংলা শুধু ভাষা নয়, আত্মার গভীর গান,
এই ভাষাতে স্বপ্ন দেখি, রচি নতুন প্রাণ।
তাই তো আজও লড়ছি আমরা, বাংলার মান রক্ষায়,
ভাষার পতাকা উঁচু রেখে, এগিয়ে চলি জয়ায়।
ফেব্রুয়ারির এই রক্তে লেখা অমর মহাকাব্য,
প্রজন্ম জাগবে, ভাষা বাঁচবে, থাকবে চির অক্ষয়।