মোঃ নাসির উদ্দিন সটাফ রিপোর্টার
নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে রাজশাহী মহানগরীতে ছাত্রলীগের শিবগঞ্জ থানার পৌরসভার সাবেক সাভাপতি মোঃ আব্দুল্লাহ আল মেহেদী হাসান (৩৪) সহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গত ২৪ ঘন্টায় তাদের মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নাশকতা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে গ্রেফতার মোঃ আব্দুল্লাহ আল মেহেদী হাসান, তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জগন্নাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শিবগঞ্জ পৌরসভার সাবেক সাভাপতি।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সাবিনা ইয়াসমিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় তাদের মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে থানা ও ডিবি পুলিশ। এর মধ্যে গত ৫ আগষ্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগে ছাত্রলীগ সভাপতি ১জন এবং ওয়ারেন্টভুক্ত ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭