1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ২০’ই মে সাংবাদিকদের কলম বিরতি পালনের আহবান বিএসকেপি’র  রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

হারিয়ে যাওয়া ৬৬ মোবাইল ফোন ফিরে পেলেন প্রকৃত মালিক। 

মহিদুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি।
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৫৫ বার পড়া হয়েছে

মহিদুল ইসলাম, রাজবাড়ী প্রতিনিধি।

জিডি ও অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন মডেলের ৬৬ টি মোবাইল ফোন উদ্ধার করে তা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে রাজবাড়ী জেলা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে উদ্ধার হওয়া এসব মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে বুঝিয়ে দেওয়া হয়।

জানা যায়, জেলা পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের তত্ত্বাবধানে থাকা ৫টি থানা থেকে মোবাইল ফোন সংক্রান্ত জিডি ও অভিযোগগুলো সংগ্রহ করে সাইবার ইনটেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ইউনিট তথ্য প্রযুক্তির ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন মডেলের ৬৬টি মোবাইল ফোন উদ্ধার করে রাজবাড়ী জেলা পুলিশ।

এর মধ্যে রাজবাড়ী সদর থানার ২২টি, গোয়ালন্দ ঘাট থানার ১৫টি, পাংশা মডেল থানার ১৭টি, কালুখালী থানার ৯টি এবং বালিয়াকান্দি থানার ৩টি মোবাইল উদ্ধার করা হয়।

হারিয়ে যাওয়া ফোন হাতে পেয়ে একাধিক ব্যক্তি বলেন, আমাদের আস্থা ছিল রাজবাড়ী জেলা পুলিশ ফোন উদ্ধার করে দিবেন। অনেক নিউজ দেখেছি হারিয়ে যাওয়া ফোন উদ্ধারে রাজবাড়ী পুলিশ ভাল কাজ করেন। সেই জায়গা থেকে আমাদের আস্থার প্রতিদান দিয়েছেন পুলিশ।এসময় তারা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন বলেন, জেলা পুলিশ আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি প্রান্তিক মানুষের হারানো মোবাইল উদ্ধারে কাজ করছে। সাইবার ক্রাইম মনিটরিং সেল প্রতিনিয়ত মোবাইল ট্র্যাকিং, বিকাশ প্রতারণা এবং ফেসবুক হ্যাকিংসহ নানা সাইবার অপরাধ প্রতিরোধে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীবসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট