1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ :
চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বর্তমান যুগের সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি “এআই” টুলস লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫: বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলীপুর জামায়াতে ইসলামী কমিটি ঘোষণা

শ্যামনগরের গাবুরার মেগা প্রকল্পের কার্যক্রম প্রদর্শন করেন মন্ত্রী পরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ।

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধ। 
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৭৬ বার পড়া হয়েছে

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধ। 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপাঞ্চল গাবুরার টেকসই বেড়িবাঁধ নির্মাণকাজ পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব ড. আব্দুর রশিদ।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে তিনি কলবাড়ী আকাশলীনা ইকোপার্ক পরিদর্শন শেষে স্পিডবোটযোগে সুন্দরবন সংলগ্ন বেড়িবাঁধ নির্মাণকাজের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি ব্লক তৈরি, খাল খনন, রাস্তা নির্মাণ, কালভার্ট নির্মাণসহ মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তাদের দুর্ভোগ বেড়েছে। একাধিকবার সময় বাড়ানোর পরও কাজের গতি ধীর। ১,০৪০ কোটি টাকা ব্যয়ে গাবুরার এই টেকসই বেড়িবাঁধ নির্মাণ প্রকল্পের মাত্র ১৫-২০% কাজ সম্পন্ন হয়েছে বলে অভিযোগ করেন তারা। একই সঙ্গে কাজের মান নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তারা এবং দ্রুত কাজ শেষ করার দাবি জানান।

পরিদর্শন শেষে মন্ত্রিপরিষদ সচিব পশ্চিম সুন্দরবনের দর্শনীয় স্থান কলাগাছি পর্যটনকেন্দ্র ও দোবেকী ফরেস্ট অফিস ভ্রমণ করেন।

এর আগে সকাল সাড়ে ১১টায় শ্যামনগর উপজেলার প্রবেশপথ মৌতলা বাসস্ট্যান্ডে ইউএনও মোছা. রনি খাতুনের নেতৃত্বে সরকারী কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর তিনি উপজেলা পরিষদ ভবন পরিদর্শন করেন এবং বংশীপুর শাহী মসজিদে জুমার নামাজ আদায় করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, ডিআইজি রেজাউল হক পিপিএম, পাউবোর নির্বাহী প্রকৌশলী শাখাওয়াত হোসেন, এসই সৈয়দ সাইদুল ইসলাম, সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, পুলিশ সুপার মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. রনি খাতুন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয়দের অভিযোগ ও দাবি শোনা শেষে সংশ্লিষ্টদের দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেন মন্ত্রিপরিষদ সচিব।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট