প্রদেশ মিস্ত্রী, বামনা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার বামনায় আজ শুক্রবার আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার আমীর হাফেজ মাওঃ মোঃ সাইদুর রহমানের সভাপতিত্বে ওরিয়েন্টেশন প্রোগ্রামে অনুষ্ঠিত হয়।
ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সাবেক আমীর মাওঃ আবু জাফর মোঃ সালেহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সহকারী সেক্রেটারী জেনারেল মোঃ শামীম আহসান, জামায়াতে ইসলামী বামনা উপজেলা শাখার সেক্রেটারী মোঃ সাইফুল্লাহ মানসুর, উপজেলা আইন বিষয়ক সম্পাদক মাওঃ মোঃ মাহবুবুর রহমান, জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি ডাঃ তালহা জুবায়ের, জামায়াতে ইসলামী’র রামনা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক, সেক্রেটারী মাওঃ মোঃ আবু সালেহ প্রমুখ। প্রধান অতিথি’র বক্তব্যে আগামী এক বছরের বার্ষিক পরিকল্পনার বিষয় নিয়ে গঠন মুলক বক্তব্য রাখেন।