নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের লবণ উৎপাদনের প্রাণকেন্দ্র কক্সবাজার জেলা! বাংলাদেশের শতকরা ৮০% লবণ সংগ্রহ করে কক্সবাজার জেলা থেকে! এখন লবণের দাম কমতে থাকায় লবণ উৎপাদন বন্ধ হওয়ার হতে লবণশাসীরা প্রতি একর জমিন চাষ করার জন্য জমিদার থেকে ৬মাসের জন্য বর্গানেই এক লাখ ৪০ হাজার টাকা করে যার হিসাব করলে প্রতিবান লবণের দাম হওয়ার কথা ৪৫০/৪০০টাকা! কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত বছরের লবণ এখনো হয়ে গেছে তারপরও কিছু আসাদু ব্যবসায়ি বিভিন্ন দেশ থেকে লবণ আমদানি করে যার কারণে লবণের দাম নিম্নমুখি!এই অবস্থাই কৃষক লবণ চাষ বন্ধ করতে ময়িয়া হয়ে যাচ্ছে! তাদের লবণ চাষ করে যে টাকা আয় হয় তা দিয়ে পরিবারের ভরণ পোষণ করতে হিমশিম খাচ্ছে! এমতাবস্থায় যদি বিভিন্ন দেশ থেকে লবণ আমদানি বন্ধ না’ হয় লবণ উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে সেই সাথে ধ্বংস হতে পারে আমাদের দেশের লবণ শিল্প!যার প্রভাব পড়তে পারে অর্থনীতিতে! অন্তর্বর্তীকালীন সরকারের কাছে লবণ চাষিদের দাবি লবণের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া!লবণ চাষিরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে লবণ উৎপাদন করে! তারা যদি নির্দিষ্ট সময়ে মধ্যে এনজিওর ঋণ পরিশোধ করতে না পারে তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোন পথ থাকবে না!লবন চাষিরা যে দামে জমিদার থেকে জমিন বর্গা নিয়ে লবণ চাষ করে সে অনুযায়ী লবণের দাম হওয়ার কথা ৪০০ থেকে ৪৫০ টাকা কিন্তু দুঃখের বিষয় এখন লবণের দাম ২০০ থেকে ২৫০ টাকা লবণ চাষীরা বলেন অন্তর্বর্তীকালীন সরকার যদি কোন সিদ্ধান্ত’ না দেই তাহলে লবণ চাষিরা পরবর্তীতে আন্দোলন শুরু করবে!