জেলা প্রতিনিধি, ঝিনাইদহ : জুবায়ের রহমান
ঝিনাইদহ ভাটই বাজার এলাকা থেকে সবজি ভর্তি বাজারের ব্যাগ থেকে নিষিদ্ধ মাদক ফেনসিডিল সহ রনজিৎ নামে এক ব্যবসায়ী আটক।
প্রাথমিক তথ্যে জানা যায়, রনজিৎ ভাটই এলাকার ফারুক নামে এক মাদক ব্যাবসায়ীর কাছ থেকে এই ফেনসিডিল ক্রয় করে ঝিনাইদহে বিক্রি করার উদ্দেশ্য অভিনব পদ্ধতিতে বাজারের ব্যাগের ভিতর সবজির নিচে ফেনসিডিল নিয়ে ইজি বাইকযোগে যাচ্ছিলো, পথিমধ্যে পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে রনজিৎ ঘটনাস্থলে আটক হয়।
মাদক কারবারি আটক রনজিৎ জানায়, তার বাড়ি ঝিনাইদহ পৌর ০৫ নং ওয়ার্ড ব্যাপারীপাড়ায়। ভাটই এলাকার ফারুক নামে এক ব্যাবসায়ীর কাছ থেকে সে এই ফেনসিডিল ক্রয় করে ঝিনাইদহে বিক্রি করার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলো পথিমধ্যে পুলিশ দেখে ভয়ে দৌড় দিলে পুলিশ তাকে আটক করে।
এ ব্যাপারে ভাটই ক্যাম্প আইসি এসআই আমিরুল ইসলাম জানান, পুলিশ দেখে রনজিৎ দৌড়ে পালানোর চেষ্টা করে। এমতাবস্থায় সঙ্গীয় ফোর্সসহ তাকে তাড়া করে ধরার পরে তার সবজীর ব্যাগের ভেতর থেকে ৮ বোতল ফেনসিডিল উদ্ধার সহ তাকে আটক করে থানায় প্রেরণ করা হয়েছে।
[caption id="attachment_4322" align="alignleft" width="300"] আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭[/caption]