1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ২৬ মে ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

দুই সন্তানকে বিষ দিয়ে হত্যা করে মায়ের আত্মার চেষ্টা

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

হাবিবুল্লাহ বাহার, শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরার জেলার কালিগঞ্জে দুই শিশু সন্তানকে বিষ দিয়ে হ*ত্যা করে আ*ত্মহ*ত্যার চেষ্টা করেছে মা। আজ বুধবার দুপুর দেড়টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা দ্রুত সকলকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় দুই শিশু সন্তানের মৃ*ত্যু হয়। মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপালে প্রেরণ করা হয়েছে।

নিহত দুই শিশু কালিকাপুর গ্রামের হাসান শেখের শিশু পুত্র মাহির (৫) ও আরিয়ান (৯ মাস) এবং হাসান শেখের স্ত্রী রত্না খাতুন (৩০)।

প্রতিবেশীরা জানান, পারিবারিক কলহের কারনে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া হতো। একপর্যায়ে আজ বুধবার দুপুরে বাড়িতে সকলের অনুপস্থিতিতে স্ত্রী রত্না খাতুন দুই পুত্রকে বিষপান করিয়ে নিজেও বিষপান করে। জানাজানি হলে তাদেরকে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ সাকির হোসেন দুই পুত্রকে মৃত ঘোষণা করেন। তবে মায়ের অবস্থা আশঙ্কা জনক বলে তিনি জানান। নিহাত শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান সম্ভাব্য স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য জরে দুই সন্তানকে কীটনাশক খাওয়ানো হতে পারে ঘটনার পর দুই সন্তানকে হারিয়ে তার ভাই পাগলের মত আচরণ করছে আম গাছে স্প্রে করার জন্য ঘরে থাকা কীটনাশক দুই সন্তানকে খাওয়ানোর পর মা নিজে পান করে বলে এমন ধারণা করা হচ্ছে।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেলে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট