সাঈদী হাসান জেলা প্রতিনিধি :: উত্তর জেলা পঞ্চগড় কে বলা হয় হিমালয় কন্যা পঞ্চগড় থেকে যেমনে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ঠিক তেমনি কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের কিছুটা হিমেল বাতাস অনুভূত হয় পঞ্চগর শহরে ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কমে গেলেও শীতের যে তীব্রতা সেটা কিন্তু কমছে না
আজ মাঘের ১৪ তারিখ আর মাঘ মাস মানেই হাড় কাঁপানো শীত পঞ্চগড়ে মানুষের জন্য।
দিনের বেলায় গাড়িগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে এবং নিম্নের মানুষের আয়ের উৎস কমেছে অনেক ভ্যান ও রিক্সা চালক ঘর থেকে বের হচ্ছে না ঠান্ডার জন্য
যে রিক্সা ভ্যান চালক বের হয়েছে তারা আমাদের জানিয়েছে উপায় নেই সংসার চালাতে গেলে উপার্জন করতে হবে এ কথা বলেছে অনেক নিম্নের মানুষ।
সদর হাসপাতালে গিয়ে দেখা যায় বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা উপজেলাগুলোতে ও বেড়েছে।