স্টাফ রিপোর্টার : রিপন মিয়া সরকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলায় সদর ইউনিয়নে মনাইখালী পৌরসভা ছফরকান্দি মনাইখালী নতুনহাটির মাঝামাঝি
রাস্তা দেড় কিলোমিটার রাস্তার ভিতরে অধিকাংই রাস্তা ভেঙে গেছে।
উজানচর ও সরিষা বাড়ি দিয়ে শেখের কান্দির মূল রাস্তায় রাস্তার মাঝে গর্ত, জনসাধারণ ভোগান্তির শেষ নেই ।
সিসি ঢালাই দিয়েও কোন কাজ হয় নাই। সিসি ডালাইর রাস্তার ভিতরে মাটি না থাকায় রাস্তায় এভাবেই মাটি ভাঙ্গন ধরেছে।
রাস্তার পশ্চিম পাশে গাটওয়াল সহ পরিপূর্ণ মাটি ভরাট না থাকায় এমন ভাঙ্গনের সৃষ্টি হয়।
চওড়া ১৮ ফুট রাস্তার হলেও ৮ ফুট এর রাস্তায় সিএনজি অটো রিস্কা চলাচল করতে অসুবিধা হয়।স্থানীয়রা যাতায়তে অনেক কষ্ট ও ভোগান্তির সিকার হচ্ছে ।
স্থানীয় বাসিন্দা আশাউদ্দিন জানান,এমন রাস্তা হওয়ার কারণে মানুষের অনেক ভোগান্তির সৃষ্টি হয়েছে।
এক বছর না যেতেই রাস্তা ভেঙ্গে পড়েছে। যারা এই কাজটা করেছে তারা সঠিকভাবে করতে পারে নাই। আমরা জনসাধারণ রাস্তা চলাচল করতে ভোগান্তির স্বাীকার হচ্ছি। এই রাস্তার কাজ করেছে বাঞ্ছারামপুর পৌর মেয়র মোঃ তোফাজ্জল হোসেন।
অটো চালক হোসেন মিয়া বলেন,
এ রাস্তা দেখতে অনেক নতুন। মাঝে মাঝে অনেক রাস্তা ভেঙ্গে গেছে। চওড়া রাস্তা না হওয়ার কারণে আমাদের অটো চালাতে কষ্ট হয়।
এই রাস্তা দিয়ে প্রতিদিন অনেক ছাত্র-ছাত্রীদের স্কুলে যেতে হয়।রাস্তা ভাঙা, চওড়া না হওয়ার কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়।
অল্প দিনের ভিতরে ভেঙে পড়েছে। অনেকে বলে আমরা যখন এই রাস্তা দিয়ে হাসপাতালে যাই,তখন আমি আরো অসুস্থ হয়ে পড়ি। আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয় এই রাস্তায়।
বাঞ্ছারামপর পৌর মেয়র এর বাড়িতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন লাভ হয়নি।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, রাস্তা কিভাবে ভেঙ্গে পড়েছে আমরা জানি না বৃষ্টির কারণেও ভেঙ্গে যেতে পারে। ঘটনাস্থলে না গিয়ে আমরা সঠিকভাবে বলতে পারি না।