জুবায়ের রহমান জেলা প্রতিনিধি, ঝিনাইদহ :
ঝিনাইদহের শৈলকুপার ভাটই বাজার এলাকা থেকে মিঠুন মিয়া (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জানুয়ারি) আনুমানিক রাত ৯টার দিকে ঐ এলাকার মোলামলি নামক স্থানের একটি মাঠে গাছের সাথে ঝুলে থাকা মরদেহটি উদ্ধার করা হয়।
প্রাথমিক ভাবে জানা যায়, মৃত মিঠুন হোসেন উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের ইউনুস মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী মোলামলি গ্রামের আলিফ বলেন, পায়ে হেটে আমি ভাটই বাজার থেকে বাড়ি ফিরছিলাম পথিমধ্যে অটো রাইচ মিল পার হতেই গাছে একটি মানুষের দেহ ঝুলে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠি। এসময় আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে কাছে গিয়ে দেখে একটি মানুষের ঝুলন্ত লাশ। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে।
এ্যাপারে শৈলকুপা থানার ওসি মাসুম খান বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে।