শহিদুল ইসলাম খোকন গোবিন্দগঞ্জ প্রতিনিধ
তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জের কোচাশহর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় কোচাশহর ইউনিয়নের বৈরাগীরহাট বাজারে কৃষকদলের কৃষক সমাবেশ আয়োজন করা হয়।
কোচাশহর ইউনিয়নের কৃষক সমাবেশে উপজেলা কৃষকদলের নবগঠিত আহবায়ক আব্দুল হালিম সরকার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,জেলা কৃষকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মান্নান মহলদার,উপজেলা কৃষকদলের সদস্য সচিব আব্দুল ওহাব লিটন, রাকিব হাসান রিপন সহ বিএনপির অঙ্গ সহযোগী সাংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুল হালিম সরকার বক্তব্যে তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কৃষকদলকে সু-সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাস ব্যাপি কৃষক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে । আগামীতে কৃষকদলকে শক্তিশালী ও বেগবান করতে এবং কৃষকের ন্যায্য দাবি আদায়ে লক্ষ্যে কাজ করবে বাংলাদেশ কৃষকদল।
উক্ত কৃষক সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত প্রতিশ্রুতি পরে শুনানো হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাচিত হলে বাংলাদেশকে আধুনিক কৃষি নির্ভরশীল বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।