মোঃ রিফাত ইসলাম মৃধা মাদারীপুর জেলা প্রতিনিধি
নিঁখোজের ৮ দিন পর ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
মাদারীপুরের শিবচরে, নিঁখোজের ৮ দিন পর মুন্না মৃধা(১৮) নামের এক ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাদবরচর বাখরেরকান্দি রেললাইনের পাশে ঝোপ থেকে মরদেহটি উদ্ধার হয়।নিহত মুন্না মৃধা ফরিদপুরের নগরকান্দা এলাকার রাজ্জাক মৃধার ছেলে।
জানা যায়, মুন্না মৃধা একজন ভ্যানচালক। গত ২০জানুয়ারী সকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি ভ্যানগাড়ীসহ নিঁখোজ হন। মুন্নার নিখোজের পরদিন তার পরিবার শিবচর থানায় একটি জিডি করেন। এরপর কেটে যায় এক সপ্তাহ। এদিকে আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাখরের কান্দি এলাকায় একটি মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি সনাক্ত করে পরিবারকে খবর দেয়।
শিবচর থানার অফিসার ইনচার্জ মোঃ রতন শেখ জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে মনদেহ উদ্ধার করি। মরদেহটির সুরতহাল করে, মাদারীপুর মর্গে প্রেরন করা হয়েছে।
আমাদের সাথে যোগাযোগ করুন:০১৯৬৮৫২৫৮৭৭