1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীনগরে বিক্রিত দোকানঘর ক্রেতাকে বুঝিয়ে না দোওয়ার অভিযোগ  গোবিন্দগঞ্জে সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ মণিরামপুরে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টাকারীকে মারধর,অবশেষে কারাগারে ঢাকুরিয়া বাজারে মুদি দোকানে দুর্ধর্ষ চুরি ভারত যাওয়ার সময় বেনাপোলে কেন্দ্রীয় যুবলীগ নেতা গ্রেফতার লিচুর বাম্পার ফলন ফুলবাড়িয়ায় আসাদ মিয়ার বাগানে সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন ইকরামুল হাসান শাকিল  লক্ষ্মপুরে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় তালিমুল কুরআন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার বিবৃতি পাবনার পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, সুজানগরে এক মঞ্চে সমাবেশ  চকরিয়া আমজাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মহা ষড়যন্ত্র ও জমি দখলদারের কবলে

মাদারীপুরের শিবচরে সাংবাদিকের বসত বাড়ি ভাঙচুর-লুটপাট

মাদারীপুর জেলা প্রতিনিধি  মোঃ রিফাত ইসলাম মৃধা
  • প্রকাশিত: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

মাদারীপুরের শিবচরে স্বেচ্ছাসেবক দলের নেতার নেতৃত্বে বিবাদমান জমি দখল নিতে এক সাংবাদিকের বসত বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। যৌথবাহিনীর গাড়ি বহর আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাস্থল থেকে যৌথবাহিনী ৬ টি মোটরসাইকেল আটক করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

জানা যায়, দৈনিক কালবেলা পত্রিকার শিবচর উপজেলা প্রতিনিধি ও মফিতউল্লাহ হাওলাদারের কান্দি গ্রামের আমজাদ হোসেনের ছেলে আবু ছালেহ মুছার পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে প্রতিবেশী দাদন বেপারীর ছেলে সাদ্দাম বেপারী গংদের সাথে। সেই বিরোধের জের ধরে সোমবার সকালে শিবচর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে প্রায় অর্ধ শত লোকজন আবু সালেহ মুছার বসত বাড়িতে ভাঙচুর চালায়। এ সময় ঘরের সকল আসবাবপত্র বাহিরে ছুড়ে ফেলে দেয়। ঘরের চাল ও টিনের বেড়া অন্যত্র ফেলে লন্ডভন্ড করে দেয় পুরো বাড়ি। শুধু তাই নয় ভাংচুরকৃত ঘরের ভিটে থেকে মাটিও কেটে নিয়ে যায় প্রতিপক্ষের লোকজন। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি।

খবর পেয়ে শিবচর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও শিবচর থানা পুলিশের একটি যৌথ অভিযানিক দল ঘটনাস্থলে আসে। যৌথ বাহিনীর গাড়ি বহর দেখে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এসময় যৌথ বাহিনী ঘটনাস্থল থেকে হামলাকারীদের ৬ টি মোটরসাইকেল আটক করেছে। এঘটনার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকের পরিবার।

সাংবাদিক আবু সালেহ মুছার মা লতিফা ইয়াসমিন লতা বলেন, আমরা এই বাড়িতে প্রায় ২০ বছরের বেশি সময় ধরে বসবাস করে আসছি। আজ সকালে স্বেচ্ছাসেবকদলের নেতা রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে আমার বসত ঘরে ভাঙচুর করেছে। এতে আমার ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আবু সালে মুসার বাবা আমজাদ হোসেন বলেন, আমাদের বাড়িঘর সবকিছু ভাঙচুর করে ফেলেছে ওরা। সেনাবাহিনী পুলিশ এসে আমাদেরকে রক্ষা করেছে। তা না হলে ওরা আমাদেরকে প্রাণে মেরে ফেলত। আমরা এখনো চরম শঙ্কার মধ্যে রয়েছি। যেকোনো মুহূর্তেই ওরা আবারো আমাদেরকে আক্রমণ করতে পারে। এই জমি আমাদের দলিলকৃত সম্পত্তি। ওরা পরে গোপনে দলিল করেছে। আমি আদালতে মামলা দিয়েছি। রায়ও পেয়েছি। এখনো আদালতে মামলা চলছে।

সাংবাদিক আবু সালেহ মুসা বলেন, তারা মোট তিনবার আমাদের বাড়িতে হামলা করল। এর আগে আরো দুইবার হামলা করছে। আমরা এই জমিনে আদালতের রায় পেয়েছি। রায় পাওয়ার পর তারা আমাদের উপর আরো ক্ষিপ্ত হয়ে যায়। আজকে সকালে তারা আমাদের বাড়ি ঘরে হামলা চালায় ভাঙচুর করে আমাদের বসতবাড়ি একদম জমিনের সাথে মিশিয়ে দিয়েছে। লুটপাট করেছে দামি জিনিস।

এ বিষয়ে যার নেতৃত্বে বসত বাড়িতে হামলা করা হয় সেই অভিযুক্ত রাশেদুজ্জামান রাশেদ মুঠোফোনে বলেন, অভিযোগটি মিথ্যা, আমি ওখানে যায়নি। আমি দূরে আছি।

এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম বেপারী বলেন, ওরা দীর্ঘদিন আমাদের জমি জোর করে দখলে রেখেছিল। আমি দলিল বলে আজকে লোকজন নিয়ে ওদের বাড়িঘর ভাঙচুর করেছি এবং জমিতে দখলে গিয়েছি। ওই জমিনে আমার সাপ কবলা রয়েছে। আমরা অন্যের জমি জোর করে দখল করিনি বরং দীর্ঘদিন ধরে ওরাই আমাদের জমি দখল করে রেখেছিল।

এ বিষয়ে শিবচর থানার ওসি মোহাম্মদ রতন শেখ বলেন, সংবাদ পেয়ে দ্রুতই সেনাবাহিনী সহ উপজেলা প্রশাসন সমন্বয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ভাঙচুর প্রতিরোধ করি। আমাদের গাড়িবহর দেখে হামলাকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ছয়টি মোটরসাইকেল জব্দ করি। ভুক্তভোগী পরিবার অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তারিখ ২৬/০১/২৫ মাদারীপুর জেলা প্রতিনিধি

মোঃ রিফাত ইসলাম মৃধা  মোবাইল নম্বর :০১৭১১৯৬০২৫৬

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট