মোজাম্মেল হক হাছান দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি:
দাগনভূঞায় ব্র্যাকের দূর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আয়োজনে সাপোর্ট ফর ফ্লাশ ফ্লাড-২০২৪ এ্যাফেক্টেড পিপল ইন দ্যা ইস্টার্ন রিজিওন অব বাংলাদেশ প্রকল্পের সমাপনী সভা সোমবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার স. ম. আজহারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইকবাল হাসান, ব্র্যাকের জেলা কো-অর্ডিনেটর ওমর ফারুক, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি কাজী ইফতেখারুল আলম, উপজেলা সমাজ সেবা অফিসার আইনুল হক জিলানী, শিক্ষা অফিসার সাইফুর রহমান, যুব উন্নয়ন অফিসার তফাজ্জল হোসেন, সমবায় অফিসার নুরুল মোস্তফা প্রমুখ।
এছাড়াও এসময় ব্র্যাকের জেলা সমন্বয়ক সাহিদ মাহফুজ, উপজেলা কো-অর্ডিনেটর মো. শরিফুল ইসলাম, ফ্যাসিলেটর সোলাম ছগির উপস্থিত ছিলেন।
ব্র্যাক জানায় দাগনভূঞা উপজেলায় ৬০৩ জনকে কৃষি সহায়তা, ৪৭৬ জনকে নগদ অর্থ সহায়তা, ৫২ জনকে জীবিকা ফিরে পেতে সহায়তা ও ঘর মেরামত করতে ৬৯ জনকে সহযোগিতা করা হয়।