মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
রবিবার ২৬ জানুয়ারী সকাল সাড়ে এগারোটার সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালি বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
মেসার্স মা তারা ফার্মেসী তে মনিটরিং কালে দেখা যায় যে, মেয়াদোত্তীর্ণ ওষুধ ফার্মেসী তে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে।ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া শাহাবুদ্দিন স্টোরে মনিটরিং কালে দেখা যায় যে,মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী দোকানে বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণ করা হচ্ছে। প্রতিষ্ঠানটিকে এক হাজার পাঁচশত টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ,সহযোগিতা করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা সামির হোসাইন সিয়াম ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।