মোঃ আবুল কালাম আজাদ
গাজীপুর জেলার গাছা থানার অন্তর্গত জাতীয় বিশ্ববিদ্যালয় , বোর্ডবাজার বড়বাড়ী,৩৮ নং ওয়ার্ড পেয়ারা বাগান সংলগ্ন বায়তুল জান্নাহ মসজিদটি প্রায় পাঁচ বছর যাবৎ জুম্মার নামাজ সহ আদায় হচ্ছে। মসজিদটি প্রথম অবস্থায় থেকে এখনো টিনসেড অবস্হায় রয়েছে, বিভিন্ন দান, অনুদানে মসজিদটির কাজ করতে সক্ষম হচ্ছে। সল্প পুঁজি নিয়ে মসজিদের কাজ ধরা হয়েছে ০১/০১/২০২৫ ইং তারিখে। আল্লাহ কবে এ মহৎ কাজের আন্জাম দিবে সেটা মহান আল্লাহ জানে। অত্র মসজিদের পরিচালনা পর্ষদ বলেন- আমাদের কিছুই নেই আমরা নামে মাত্র কিছু টাকা নিয়ে মসজিদের কাজ শুরু করেছি, আপনারা যারা আল্লাহ ওয়ালা মসজিদ প্রিয় ভাই বোন আছেন আমাদের মসজিদের জন্য আপনাদের সামর্থ অনুযায়ী দান করবেন। হাদিস শরীফে আছে- যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মান করবেন, আল্লাহ তার জন্য জান্নাতে তার জন্য ঘর নির্মান করবেন। তাই আল্লাহ্ কার মাধ্যমে আল্লাহর ঘর নির্মান করবেন মহান আল্লাহ ভালো জানেন। আল্লাহ আপনাদের উপর রহম করুন। তারা দৈনিক প্রভাতী বাংলাদেশকে ও আন্তরিক অভিনন্দন ও সাধুবাদ জানিয়েছেন। অনুদান পাঠানোর জন্য মোবাইলঃ 01821797512 বিকাশ - নগদ। সেক্রেটারিঃ 01837136177.