মুহাম্মদ নাজিম উদ্দীন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে আজ ভোলা সরকারি কলেজ মাঠে আয়োজিত জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন আগে মানবতাবিরোধীদের বিচার, তারপর নির্বাচন:
তিনি আরো বলেন নির্বাচনে আগেই মানবতা বিরোধী ফ্যাসিস্টদের বিচার করতে হবে। তারপর সংস্কার করতে হবে। সংস্কার না করে কোন নির্বাচন হবে না। যারা দ্রুত নির্বাচন চায় তাদের কথায় ভিন্ন রস পাওয়া যায়। কারণ তারা ফ্যাসিস্ট সরকারের মত ভোট ডাকাতি করতে চায়।
তিনি আরও বলেন, সংস্কারের জন্য আমরা সময় দিতে রাজী আছি। সকল ইসলামী দল তাই চায়। কারণ জনগন একটি নিরপেক্ষ নির্বাচনের পক্ষে। আগামী ৬ মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তৈরী করতে হবে।
তিনি আরও বলেন, এ সরকারের বিরুদ্ধে এখনও ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন চাই, তাহলে আগামীর নতুন বাংলাদেশ গড়তে পারবো। এ সময় তিনি নতুন বাংলাদেশ গড়ার জন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেছেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতিতে। ইসলামি দলগুলো সেটাই চায়।
——
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে সহকারী জেনারেল বরিশাল অঞ্চল পরিচালক এ্যাড. মুয়্যাযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মদ বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সদস্য সচিব ড. আ জ ম ওবায়েদুল্লাহ, কেন্দ্রীয় মজলিসে শুরা বরিশাল অঞ্চল টিম সদস্য এ কে এম ফকরুদ্দিন খান রাজি, জামায়েতে ইসলামির গবেষণা সদস্য মাওঃ ফজলুল করিম, সাবেক ভোলা জেলা আমির, বরিশাল অঞ্চল টিম সদস্য মোস্তফা কামাল, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ পরভেজ হোসেন,ঢাকা মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সেক্রেটারী মোঃ মহিবুল্লাহ, ভোলা পৌরসভা আমির মোঃ জামাল উদ্দিন, চরফ্যাশন উপজেলা আমির অধ্যক্ষ শরিফ হোসাইন লালমোহন উপজেলা আমির মাওলানা আকতার উল্লাহ, আরো অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন।