1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
স্বচ্ছ ভোটের পরিবেশ ছাড়া যেন তেন নির্বাচন জনগণ চায় না-সারোয়ার ওয়াদুদ চৌধুরী  অভিনব কায়দায় বাগানে মাদকদ্রব্য গাঁজার চাষ আহত এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক এর বাসায় রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ দেখতে যান গজারিয়ায় সড়ক দুর্ঘ*টনায় নি**হত ১, আহ**ত ১৫ বগুড়ায় স্বামীর পরিবারের নির্যা*তনে শিকার গৃহবধূ আয়েশা ভারী বর্ষণে তলিয়ে গেছে টেকনাফের অর্ধশতাধিক গ্রাম চাঁদা*বাজি ও অনৈতিক কর্মকাণ্ডের অভি*যোগে গাজীপুর বিএনপির চার নেতা বহিষ্কার: শুদ্ধি অভি+যানে বিএনপি ফেনীর ১৬ মাম*লার পলা*তক আসামী চট্রগ্রামে গ্রেফ*তার। জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ পরিচিতি সভা গাজীপুর মহানগরের বিএনপি’র ৪ নেতাকে বহিষ্কার

মহান ১০ মাঘ গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র ওরশ শরীফ উপলক্ষে মিলাদ

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:-
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

ধ্রুব নক্ষত্র চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

মহান ১০ মাঘ, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ),হযরত সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (কঃ)-র ১১৯তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আয়োজিত মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিলের কেন্দ্রীয় মিলাদ,কিয়াম ও মুনাজাতে অংশগ্রহণ করে গাউসিয়া হক মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোঃ হাসান মাইজভাণ্ডারী (মাঃ) বলেন,গুনাহগার বান্দারা যাতে আল্লাহর প্রিয় বান্দাগণ থেকে উপযুক্তভাবে কল্যাণ লাভ করতে পারে,তাঁর জন্যে তিনি আউলিয়ায়ে কেরামগণকে আমাদের মাঝে পরিচয় করিয়ে দিয়েছেন,তাদের মর্যাদাকে আমাদের সামনে উদ্ভাসিত করেছেন । তার মুনাজাতে তিনি বলেন,রব্বুল আলামীন পরওয়ার দিগারে আলম, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-কে ,আমাদের সামনে অসংখ্য আউলিয়ায়ে কেরামের সাক্ষীর ভেতর দিয়ে ইমামুল আউলিয়া,খাতেমুল আউলিয়া,গাউসুল আজম হিসেবে,খাদেমুল অলদ,ফরদুল আফরাদ হিসেবে,আমাদের সামনে পরিচয় করিয়ে দিয়েছেন। তিনি আল্লাহর এই মহান মাহবুব অলির,যুগের শ্রেষ্ঠ অলির,মহান ওরশ মোবারক ১০ই মাঘ,এই ১০ই মাঘে, আল্লাহর বান্দারা এই মহান দিবসের- কল্যাণ লাভের আশায়, আল্লাহর এই মহান মাহবুব অলির ফয়েজ-বরকত লাভের আশায়,যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, আল্লাহ-আল্লাহর পেয়ারা হাবিব (সাঃ)’র সন্তুষ্ঠি লাভের আশায় দূর দূর থেকে যারা দরবারে পাকে হাজির হয়েছেন আর যারা হাজির হতে পারেননি দূর-দূরান্ত থেকে-তাদের অন্তরকে দরবারের দিকে ঝুঁকিয়ে রেখেছেন- তাদের হাজেরীকে কবুল করার জন্য,মহান ওরশের সমস্ত যে চেষ্ঠাগুলো বান্দারা করেছেন-আল্লাহর বান্দাগণের এই চেষ্ঠা গুলোকে কবুল করার জন্য,মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন। যেই অসংখ্য ধর্মীয়-আধ্যাত্মিক-সামাজিক-মানবিক কর্মসূচীর ভেতর দিয়ে এই মহান দিবসের ,এই মহান ওরশ মোবারকের হক আদায়ের চেষ্ঠা বান্দাগণ করেছেন এবং এই মহান অলি আমাদের প্রতি যে এহসান করেছেন-তার তাজকেরার ভেতর দিয়ে আল্লাহর বান্দারা এই মহান নেয়ামতের-আল্লাহর এই মহান নেয়ামতের শোকরিয়া আদায়ের যে চেষ্ঠা করেছেন-মহান আল্লাহর দরবারে এইগুলির ভূলÑত্রুটি ক্ষমা করে কবুল করে নেওয়ার জন্য তিনি ফরিয়াদ করেন। মহান ১০ মাঘের শেষ লগ্নে ,হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র মহান উত্তরসূরী, হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র বেলায়তের বাগানের মহান ফুল,বেলায়তের বাগানের মহান সূর্য,বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) কেবলা কাবার কদমে উপস্থিত হয়ে তিনি বলেন,রব্বুল আলামীন, আপনার বান্দারা আপনার অলির খেদমত, গোলামী, সোহবতের ভেতর দিয়ে,ত্বরীকা অনুসরণের ভেতর দিয়ে, আপনার-আপনার পেয়ারা হাবিব (সাঃ)’র সন্তুষ্টি কামনা করছে মওলা, নিজেদের দুনিয়ার একটি মর্যাদাপূর্ণ জিন্দেগী কামনা করছে,আখেরাতের মুক্তি কামনা করছে। সকলকে মনজিলে মকসুদে কবুল করার জন্য তিনি ফযিয়াদ করেন। যারা যে ফরিয়াদ নিয়ে হাত তুলেছেন, সকলের পবিত্র আশাগুলোকে কবুল করে নেয়ার জন্য,যারা যে দুঃখ-কষ্ঠ নিয়ে হাত তুলেছেন,সে দুঃখ-কষ্ঠ-বেদনা তাদের অন্তর থেকে দূরীভূত করে দেয়ার জন্য, সকলের অন্তরকে শান্তিময় করে দেয়ার জন্য,সকলের জীবনকে বরকতময় করে দেয়ার জন্য, অভাবমুক্ত-স্বচ্ছল-কর্জমুক্ত-কর্মময় একটি জিন্দেগী সকলকে দান করার জন্য,সুস্থ একটি জিন্দেগী সকলকে দান করার জন্য,রুহানী-জিসমানী বিমারী থেকে সকলকে শেফা দান করার জন্য তিনি পরম করুণাময় আল্লাহ সুবহানাহুতায়ালার দরবারে ফরিয়াদ করেন। পরিশেষে,মহান ১০ই মাঘ হুজুর গাউসুল আজম মাইজভাণ্ডারী (কঃ)-র মহান ওরশ মোবারক -এ আগত অগণিত আশেক-ভক্ত-জায়েরীনদের তবারুকাত পরিবেশন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট