সিদ্ধিরগঞ্জ উপজেলা প্রতিনিধি: মোঃজাকিরুল চৌধুরী
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার আজকে ভয়াবহ শীতের প্রবাহ দেখা যায়। যেখানে ভোর বেলা সবাই ফজরের নামাজ আদায় করতে গিয়ে এই অবস্থা দেখা যায়।
যেখানে গাড়ি তো দূরের কথা মানুষও কাছ থেকে দেখা যায় না। এই শীতের প্রবাহের সাথে রয়েছে শীতল বাতাস। মাঘের শীত প্রবাহে এত ভয়াবহ অবস্থা ধারণ করেছে যে কাছ থেকে কোনো মানুষ দেখা যায় না।
এই মাঘের শীত প্রবাহে আমাদের বাসায় থাকা প্রয়োজন।
এই বছরের শ্রেষ্ঠ মনে হয়। এর আগে বিগত দিনে কোনো আর এত শীত পড়ে নাই আমাদের এলাকায়।
শীতের প্রবাহে রাস্তা দিয়ে হাঁটা হাঁটি করলেও সামনে কি আছে তা দেখা যায় না। ভোর বেলা এত কুয়াশা চাদরের ঢাকা শীতের বায়ু আর কোনো দিন দেখা মেলেনি।
আমাদের এই দিনে খুব সর্তক করে চলা প্রয়োজন কারণ তা না হলে আমাদের যেকোনো সময় এক্সিডেন হতে পারে যেহেতু আমাদের এখন মাঘের শীত প্রবাহ চললে। আমরা জানি শীত প্রবাহ অনেক বেশি সমস্যা। কারণ রাস্তা দিয়ে হাঁটা হাঁটি করার সময় যদি কোনো গাড়ি এসে আমাদের এক্সিডেন্ট হতে পারে যেকোনো সময়।