মোঃ আবদাল মিয়া:মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
শ্রীমঙ্গলে অবৈধ বালু বহনকারী ড্রাম ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করেছে স্থানীয় থানার পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশের সূত্রে জানা যায়,২৩ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এসআই মোঃ দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ শ্রীমঙ্গল থানাধীন ২নং ভূনবীর ইউপির ইউপির অন্তর্গত আলিশারকুল এলাকার ভূনবীর চৌমুহনা হইতে মির্জাপুরগামী রাস্তার নানু মিয়ার বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে ১২ টনি ট্রাকে বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় হইতে অবৈধ ভাবে উত্তোলন করিয়া আনা বালু লোড করার সময় অবৈধ বালু ব্যবসায়ী মোস্তফা মিয়া (৫৫), পিতা-মৃত মনির আলী, সাং-পূর্ব তাজপুর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট, এবং মোঃ ফারুক মিয়া (৩৫), পিতা-মৃত জিতু মিয়া, সাং-মরড়া, থানা-শায়েস্তাগঞ্জ, জেলা-হবিগঞ্জদ্বয়কে আটক করেন।
পুলিশ আরো জানান যে এসময় ঘটনাস্থল হইতে (ক) একটি সাদা ও নীল রংয়ের ১২ টনি ড্রাম ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২০-৩৭৯০ এবং ড্রাম ট্রাকে রক্ষিত ৮০০ ঘনফুট সিলিকা বালু, মূল্য আনুমানিক ১৬,০০০/-(ষোল হাজার) টাকা, (খ) একটি সাদা ও নীল রংয়ের ১২ টনি ড্রাম ট্রাক গাড়ী, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-৫১৯০ আটক করে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদেরকে অবৈধ ভাবে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন সরকারি ছড়া, জমি এবং হাইল হাওড় হইতে বালু উত্তোলন করিয়া ভূ-প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করিতেছে বলে পুলিশের দাবি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান,গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ঘটনার বিষয়ে নিয়মিত মামলা রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।