মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে পর পর তিনটি দুর্ঘটনা ঘটেছে।এসব দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছে।ক্ষতিগ্রস্ত হয়েছে বাস, কাভার্ডভ্যান,মাইক্রোবাস ও প্রাইভেট কারসহ ৭টি যানবাহন।
শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান,বৃহস্পতিবার দিবাগত রাত থেকে ঘন কুয়াশা পড়তে থাকে।ভোরের দিকে এই দুর্ঘটনা তিনটি ঘটে।আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান দেওয়ান আজাদ।দেওয়ান আজাদ বলেন,ঘন কুয়াশা থাকার কারণে ঝুঁকি নিয়ে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছিল যানবাহনগুলো।ভোরে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজা সংলগ্ন এলাকায় ঢাকামুখী ও মাওয়ামুখী লেনে পর পর দুর্ঘটনা তিনটি ঘটে।পেছন থেকে একটি বাস অপর বাসকে এবং প্রাইভেট কারকে ধাক্কায় ঘটা দুর্ঘটনায় অন্তত ৬ জন আহত হন।আহতদের অবস্থা আশঙ্কাজনক নয় বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।