1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ১৯ মে ২০২৫, ০৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন বর্তমান যুগের সবচেয়ে প্রয়োজনীয় কয়েকটি “এআই” টুলস লক্ষ্মীপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫: বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত আলীপুর জামায়াতে ইসলামী কমিটি ঘোষণা দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ইমনের কক্সবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেড এর নির্বাচন সম্পন্ন সভাপতি এড. সৈয়দ আহমেদ জলঢাকায় তুহিনের আগমন উপলক্ষে চলছে মঞ্চ তৈরির শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে বিএনপি পরিবার 

বাঞ্ছারামপুরে ভেজাল গুড় কারখানায় অভিযান।৩ লক্ষ ৬৫ হাজার টাকা জরিমানা।

স্টাফ রিপোর্টার: রিপন মিয়া সরকার, 
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার: রিপন মিয়া সরকার, 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের বাজার এলাকায় একটি ভেজাল গুড়ের কারখানায় অভিযান চালিয়ে দেড় লক্ষ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি অনুমোদনবিহীন, অস্বাস্থ্যকর ও ভেজাল দ্রব্য দিয়ে খাদ্য পণ্য তৈরির কারণে একটি বেকারীকে আরো দেড় লক্ষ টাকা এবং বিএসটিআই কর্তৃপক্ষ ভোক্তা অধিকার আইন ২০১৮ অনুযায়ী আরো ১৫ হাজার টাকা অর্থদন্ড করেন।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) সকাল থেকে দুপুর পর্যন্ত উজানচর এলাকায় জনৈক খোকন মিয়ার ভেজাল গুড় কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। বাঞ্ছারামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন।সাথে ছিলো ভোক্তা অধিকারের কুমিল্লা অঞ্চলের প্রতিনিধি আমিনুল ইসলাম সহ স্থানীয় থানার বিপুল সংখ্যক পুলিশ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গুড়ের কারখানার মালিক উজানচর এলাকার খোকন মিয়া প্রায় ৪-৫ বছর ধরে ভেজাল গুড় উৎপাদন ও বিপণনের সঙ্গে জড়িত। ওই কারখানায় ফিটকিরি, কাপড়ের রং,হাইড্রোজ, কোরিয়ান এক ধরনের আঠা, ঘন চিনিসহ বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করে আখের গুড় তৈরি করা হতো। যা মানব দেহের জন্য মারাত্মক ক্ষতিকর।

এ সময় অনুমোদনহীন ভেজাল গুড় উৎপাদন, মজুদ ও বাজারজাতকরণের দায়ে কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে,শফিকুল ইসলাম নামে সাইনবোর্ড বিহীন একটি বেকারির মালিককে দেড় লক্ষ টাকা জরিমানা করে আদায় করা হয়।

এছাড়াও বিমল চন্দ্র ও বিপ্লব নামে দুটি নিমকির কারখানায় পুরনো পুড়া তেল ও ভেজাল দ্রব্য দিয়ে খাদপণ্য তৈরির কারনে প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এ বিষয়ে এসি ল্যান্ড নজরুল ইসলাম জানান, সংবাদ মাধ্যম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে ভেজালের সত্যতা পাওয়া যায়। এসময় উক্ত কারখানাগুলো উপযুক্ত পরিবেশ নিশ্চিত ও যথাযথ লাইসেন্স না নেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট