শীতের তীব্রতা বাড়লে দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে মানুষ আগুন জ্বালিয়ে উষ্ণতার খোঁজে রাত কাটায়। ময়মনসিংহের দোলমা এলাকার সাপরামা গ্রামে এমনই একটি হৃদয়স্পর্শী দৃশ্য দেখা যায়। কনকনে শীতের রাতে কিছু মানুষ ছোটখাটো কাঠকুটো, শুকনো ঘাস, এমনকি পলিথিন ব্যবহার করে আগুন জ্বালিয়ে নিজেদের ঠান্ডা থেকে রক্ষা করার চেষ্টা করছেন।
উষ্ণতার আশ্রয়ে অভাবের গল্প স্থানীয়দের অনেকেই গরম কাপড়ের অভাবে শীতের হাত থেকে বাঁচতে এমন উদ্যোগ নেন। পলিথিন, ঘাস এবং ঝরা পাতার মতো সামান্য জ্বালানি তাদের কাছে একমাত্র সম্বল। আগুনের চারপাশে জড়ো হওয়া মানুষদের মুখে হাসি থাকলেও, সেই হাসি যেন জীবনের চরম কষ্টের কথাই জানান দেয়।
শীতের রাতের এ আগুন একটু সহায়তার হাত বাড়িয়ে দিলে তাদের জন্য উষ্ণতার ব্যবস্থা করা সহজ হয়ে উঠবে। শীতবস্ত্র, কম্বল, কিংবা প্রয়োজনীয় জ্বালানির ব্যবস্থা করতে পারলে এদের জীবনযুদ্ধ কিছুটা হলেও সহজ হবে।
মানবিক উদ্যোগের আহ্বান আসুন, দোলমার মতো গ্রামগুলোর দিকে আমরা নজর দিই। সরকারি-বেসরকারি উদ্যোগ কিংবা ব্যক্তি পর্যায়ে শীতবস্ত্র বিতরণ ও সাহায্য কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করি। আপনার একটি ছোট্ট সহায়তা হয়তো তাদের জন্য একটি বড় পার্থক্য সৃষ্টি করতে পারে।
শীতের তীব্রতা যত বাড়ে, মানুষের মানবিক মূল্যবোধও তত জাগ্রত হওয়া উচিত। দোলমা সাপরামার এই আগুনের গল্প আমাদের শিক্ষা দেয়, কষ্টের মাঝেও মানুষ একে অপরের সঙ্গ দিয়ে বেঁচে থাকার শক্তি পায়।