মোঃ সাহের আলী কুড়িগ্রাম রৌমারী প্রতিনিধি
তীব্র শীতে কাহিল হয়ে পড়েছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার মানুষ। ২১ জানুয়ারি তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও কমেনি শীতের তীব্রতা। কুয়াশার সাথে হিমেল বাতাসে শীতকষ্টে পড়েছে মানুষজন। তবে আজকে ২১ জানুয়ারি আকাশে সূর্য দেখা যাচ্ছে না । মঙ্গলবার সকাল ৮ টা ৩০ মিনিটে এ উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা এই বছরে সর্বোনিম্ন আজ ২১ তারিখ জানুয়ারি
কনকনে ঠান্ডায় শীত কষ্টে পড়েছে এ উপজেলার হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমিজীবি মানুষেরা। জরুরী প্রয়োজন ছাড়া লোকজন ঘর থেকে বাহিরে বের হচ্ছেন না। দিনের বেলা কুয়াশা বেশি থাকার কারণে উত্তাপ না থাকায় হিমেল বাতাসে কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে এ উপজেলার মানুষ ।
রৌমারী সদর ইউনিয়নের গাড়ি চালক মাইদুল ইসলাম বলেন,আজকের সর্বোচ্চ শীত পড়েছে চারদিকে অন্ধকার কিচ্ছু দেখা যাচ্ছে না কামাই রোজগার কেমনে করব খুব ঠান্ডা, গাড়ি চালান যায় না। বৃষ্টির মতো কুয়াশা পড়ছে, পরিবার নিয়ে খুব কষ্টে আছি আমরা
রৌমারী ১ নং দাঁতভাঙ্গা ইউনিয়নের কৃষক মোঃ আব্দুল বারেক আলী বলেন এই শীতের জমিতে কাজ করতে পারছি না অনেক টেনশনে আছি