1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশব্যাপী ২০’ই মে সাংবাদিকদের কলম বিরতি পালনের আহবান বিএসকেপি’র  রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন সেনবাগ সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির উদ্ধোধনী অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত  সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন নোয়াখালীতে সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী খানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

ভাঙারির দোকানে লাগা আগুনে ৩দোকান পুড়ে ছাই!

মোঃসুলতান মাহমুদ গাজীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৫৬ বার পড়া হয়েছে

গাজীপুরের শ্রীপুরে ভাঙারির দোকানে আগুনের ঘটনা ঘটেছে। এসময় কাপড় তৈরির একটি মিনি কারখানাসহ ৩টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় ভাঙারির দোকান ব্যবসায়ী আহত হয়েছেন। মঙ্গলবার ( ২১ জানুয়ারি) গভীর রাত ২টার দিকে পৌরসভার লোহাগাছ সাতরাস্তা মোড় ভিকার কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আগুনে ওই এলাকার ভাঙারি ব্যবসায়ী আসিফ হোসেনের ১টি দোকান, আলী হোসেনের কাপড় তৈরির মিনি কারখানা ও নুরুল ইসলামের ১টি মোটরসাইকেল মেকানিক দোকান পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ২টার দিকে লোহাগাছ ভিকার কারখানার সংলগ্ন স্থানে আসিফ মিয়ার ভাঙারির দোকানে হঠাৎ আগুন লাগে। পরে ভাঙারির জিনিসপত্র ও যন্ত্রপাতির মিশ্রণ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ভাঙারি ব্যবসায়ী আসিফের পায়ের কিছু অংশ পুড়ে গেছে। এক পর্যায়ে পাশে থাকা আলী হোসেনের কাপড়ের কারখানায় আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নিভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ১ ঘন্টার চেষ্টায় আগুন পরিপূর্ণ ভাবে নিয়ন্ত্রণে আনে।

ব্যবসায়ী আসিফ হোসেন বলেন,’আমি ঘরের এক পাশে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দেখি দক্ষিণ পাশের পিলারের সাথে টিনে আগুন জ্বলছে। পরে চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তিনি বলেন, গত এক মাসের কেনা মালামাল ও যন্ত্রাংশ মিলিয়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আমার।

কাপড়ের কারখানার মালিক আলী হোসেন বলেন, ১টি এম্বয়টারির মেশিন, ২টি কারখানার বড় সেলাইসহ দোকানে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি ঋণ করে এগুলো কিনেছিলাম। এখন আমি পথের ফকির হয়ে গেছি।’

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) ইনস্পেকটর এপিএম মাহমুদুল হাসান ঘটনার নিশ্চিত করে যায়যায়দিনকে বলেন,’খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। পরে ১ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা প্রভাতীবাংলাদেশ।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট